বন্ধু চমৎকার

38

কাশের মতো তুলতুলে বুক তার
বুকে আছে স্বপ্ন পারাবার
রঙিন কাপড় পরে গায়
শুইয়ে থাকে বিছানায়
সে যে আমার বন্ধু চমৎকার।

সে যে আমার স্বপ্ন বালুচর
ঝিনুক কুড়াই দিনভর রাতভর
তার কোলে এই মাথা রেখে
দুচোখে ঘুম নিবিড় এঁকে
পঙ্খিরাজে ছুটি তেপান্তর।

কত্ত স্বপন হাসে রে খিলখিল
দুরন্ত হাঁস, উড়ন্ত বক-চিল,
গন্ধভরা ফুলের তোড়া
লাল কালো নীল ডোরা ডোরা
রং বাহারি আনন্দ ঝিলমিল।

আমি তাকে ভালোবাসি খুব
কাজের শেষে তার কোলে দিই ডুব
ক্লান্তি মোচন করার ফাঁকে
রঙ বেরঙের স্বপ্ন আঁকে
স্বপ্নগুলোর নেই পশ্চিম পুব।

দিনের যত শ্রান্তি করে দূর
কে নিয়ে যায় মধুর স্বপনপুর?
বুক ভরা কার স্বপ্ন আছে
ক্লান্তি মোছার জাদু নাচে?
বালিশ নামের প্রিয় এক বন্ধুর।