বন্দর হিন্দুপাড়া রামঠাকুর সেবা সংঘের ধর্মসভা

22

 

নগরীর মধ্যম হালিশহর বন্দর ১নং সাইট হিন্দুপাড়া প্রাথমিক বিদ্যালয় দুর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী রামঠাকুর সেবা সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ধর্মসভা, সত্যনারায়ণ পূজা ও দীক্ষা দান গত ১৩ মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌরহিত্য ও দীক্ষা দান করেন কৈবল্যধামের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য। তিনি বলেন, মানবসেবাই হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম মানুষকে উচ্ছৃঙ্খল জীবন থেকে সৎ পথে নিয়ে আাসে। মানবতার সেবা করার মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়। ধর্মীয় ঐতিহ্য বেদ-বেদান্ত চর্চার মাধ্যমে সকলের মাঝে মানবতাবোধ সৃষ্টি করতে পারলে সনাতনী সমাজ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈবল্যধামের ট্রাস্টি ও সাধারণ সম্পাদক স্বপন পালিত, অজয় মিত্র শংকু, রণজিৎ কুমার দে, রতন আচার্য্য, সজল চৌধুরী, মিলন কান্তি দাশ, আশুতোষ মহাজন, সঞ্জিব দে সঞ্জয়, বিপ্লব কুমার দাশ, চসিক পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ এবং রামঠাকুর সেবা সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি