বন্দর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট সিপিএসসি লাল ও ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমির জয়

12

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কাপ অনুর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) ৮ উইকেটে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। টসে জিতে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৮২ রান করে। সাইফ সর্বোচ্চ ১৫ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পক্ষে ৭ রানের বিনিময়ে মাহিম ৩ উইকেট পান। জবাবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ২ উইকেট হারিয়ে ৮৩ রান করে। উক্ত দলের ইফতেথার সর্বোচ্চ ৪০ রান করে। ৪ ওভার বল করে ইফতেখার ৩ উইকেট পান। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের ইফতেখার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
সিজেকেএস এর কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন খেলা শেষে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন। ২য় খেলায় ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি ১৮ রানে জুনিয়র ট্রেনিং ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। টসে জিতে ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৯৩ রান করে। আশরাফুল সর্বোচ্চ ২৩ রান করে। জবাবে জুনিয়র ট্রেনিং ক্রিকেট অ্যাকাডেমি ১০ উইকেটের বিনিময়ে ৭৫ রান করে। উক্ত দলের তামিম সর্বোচ্চ ২৯ রান করে এবং আশরাফুল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও স্বত্ত্বাধিকারী তপন দত্ত খেলা শেষে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন।
আজকের খেলা : প্রথম খেলা সকাল ৯.০০টায় এস এস ক্রিকেট একাডেমি বনাম সিপিএসসি (সবুজ)। দ্বিতীয় খেলা বেলা ১.০০ টায় ব্রার্দাস ক্রিকেট একাডেমি বনাম কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি।