বন্দর কাপ অনূর্ধ্ব-১২ ক্রিকেট

13

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ‘চট্টগ্রাম বন্দর কাপ’ অনুর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এ গতকাল ২টি খেলা অনুষ্ঠিত হয়।
১ম খেলায় জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী (বি) দল ৯ রানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। টসে জিতে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী বল করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে। মুসফিক সর্বোচ্চ ৪৮ রান করে। জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি (বি) দলের পক্ষে ১৫ রানের বিনিময়ে সাইফ ২ উইকেট পান।
জবাবে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি (বি) দল ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে। উক্ত দলের আয়ান সর্বোচ্চ ৫০ রান করে। ২.১ ওভার বল করে সাইমন ১ উইকেট পান । জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমী (বি) দলের আয়ান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল (ইন্সট্রাক্টর) জামাল উদ্দিন আহাম্মদ ফারুক খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ট্রফি প্রদান করেন।
২য় খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ৫ উইকেটে ইস্পাহানী ক্রিকেট একাডেমীকে হারিয়েছে। টসে জিতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল বল করার সিদ্বান্ত নেয়। ইস্পাহানী ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৮৩ রান করে। আনাস সর্বোচ্চ ১২ রান করে। জবাবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ৫ উইকেটের বিনিময়ে ৮৭ রান করে। উক্ত দলের মোবাশ্বির হুদা সর্বোচ্চ ২০ রান করে এবং মোবাশ্বির হুদা ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ট্রফি প্রদান করেন।
আজকের খেলা: সকাল ৯টায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি (বি) বনাম কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি এবং বেলা ১.৩০ মিনিট জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি (এ) বনাম চিটাগং ক্রিকেট একাডেমি।