বদ্দারহাটে আলোচিত ৮ মার্ডারে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন

114

গত ২০০০ সালের এই দিনে রক্তপিপাসু হায়নার দল জামায়াত-শিবিরের নির্মমতার শিকার হন বর্তমান বাকলিয়া সরকারি কলেজ তৎকালীন চট্টগ্রাম গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট এর ছাত্র সংসদের ভিপি হাসিবুর রহমান হেলাল, এজিএস রফিকুল ইসলাম সোহাগ, ছাত্রলীগ নেতা বাবু, কাশেম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, মনু মিয়া ও জাহেদুল ইসলাম। তাদেরকে বহনকারী মাইক্রোবাসে বদ্দারহাট পুকুরপাড়ের সম্মুখে ব্যারিকেড দিয়ে জামাত-শিবিরের ক্যাডারেরা ব্রাশ ফায়ার করে ৬ ছাত্রলীগ কর্মীসহ ৮ জন কে নির্মমভাবে হত্যা করে। আজ তাদের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ এর উদ্যোগে নগরীর শেরশাহ ও বায়েজিদে শহীদদের কবরে পুষ্প অর্পন, কবর জেয়ারত ও কলেজ জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, উপ আইন সম্পাদক মুনীর উদ্দিন চৌধুরী ও আমির হোসাইন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি রাশেদ খান, মানিক সুজন, কলেজ ছাত্রলীগ এর সভাপতি ফাহিম জিয়া, সাধারণ সম্পাদক এম এম মোহাইমিনুন, রিদওয়ানুল হক জামি, হাফেজ তানভীরুল হক ফাহিম, শাহাদাত হোসাইন রকিব, এস.এম ইনজামাম আকিব, আব্দুর রাজ্জাক শুভ, টিপু দত্ত, শাকিল আরিফ, আরাফাত উল্লাহ নেজাম। এ সময় বাংলার মাটিতে যেন এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং সকল অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়ার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি