বদলি নেমে নায়ক মেসি

30

আরও একবার ফিনিশিংয়ে সমস্যা ভোগালো ভীষণভাবে। রক্ষণের দুর্বলতাও ফুটে উঠল। তারপরও আক্রমণভাগের দাপুটে পারফরম্যান্সে নজর কাড়লো বার্সেলোনা। উসমান দেম্বেলের অসাধারণ গোলের পর বদলি নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন লিওনেল মেসি। রিয়াল বেতিসকে হারিয়ে লা লিগায় জয়ে ফিরল রোনাল্ড কুমানের দল। কাম্প নউয়ে শনিবার স্থানীয় সময় বিকেলে ৫-২ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। দেম্বেলের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে সমতা টানেন আন্তোনিও সানাব্রিয়া। রোমাঞ্চকর লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে আনসু ফাতির বদলি নেমে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন মেসি। ১২ মিনিটের ব্যবধানে অঁতোয়ান গ্রিজমান ও মেসির গোলে ৩-১এ এগিয়ে যায় কুমানের দল। লরেঞ্জো মোরোন ব্যবধান কমালেও দাপুটে বার্সেলোনাকে আটকাতে পারেনি তারা; মেসির দ্বিতীয় ও পেদ্রির প্রথম গোলে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী দলটি। লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। সেভিয়া ও আলাভেসের সঙ্গে ১-১ ড্রয়ের মাঝে গেতাফের বিপক্ষে ১-০ ও রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছিল কুমানের দল।
সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বেতিস। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল।