বটবৃক্ষের স্বপ্নের ফেরিওয়ালার আগমনী

21

চট্টলায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার স্বপ্ন বিতরণের লক্ষ্যকে সামানে রেখে প্রথমবারের মত হাজির হয় এক টাকার ফেরিওয়ালা। যেখানে একটি কলমের দাম ৫ টাকা বা একটি বই এর মূল্য ২০ টাকা হয় সেখানে পুরো দোকান জুড়ে শিক্ষা সামগ্রী মিলবে মাত্র এক টাকায়। কল্পনা করা যায়? এ যেন শায়েস্তা খাঁ এর আমলকেও হার মানিয়েছে। স্বপ্ন মনে হলেও এ যেন স্বপ্ন নয়, আসলে সত্যিই! এমন সস্তায় শিক্ষার সামগ্রী মিলবে বটবৃক্ষের স্বপ্নের দোকানে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আগ্রহ বাড়িয়ে তোলায় বটবৃক্ষের মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তি