বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম

47

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের তত্ত¡াবধানে গরীব শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় আল হেরা ইসলামীক ইনিস্টিটিউটে ৫০% ছাড়ে আবাসিক অনাবাসিকে ছাত্র-ছাত্রী ভর্তির শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশের পরিচালনায় ও আল হেরা ইসলামীক ইনিস্টিটিউটের পরিচালক মুফতি আব্দুল্লাহ খান সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম.এ আশরাফ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচবার এই প্রতিপাদ্য নিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন শিক্ষা থেকে পিছিয়ে পড়া পথশিশুদের জন্য আমরা ইতোপূর্বে বিনামূল্যে স্কুল বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন নামে স্কুল প্রতিষ্ঠা করেছি। তার ধারাবাহিকতায় আজ ধর্মীয় শিক্ষার জন্য আবাসিক অনাবাসিকে ৫০% ছাড়ে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য যে কার্যক্রম গ্রহণ করেছি সেটা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমাদের এই কার্যক্রমকে আরও বেগবান করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি দৃষ্টি কামনা করছি। উদ্বোধনী বক্তব্যে এম.এ আশরাফ বলেন, আমাদের এই ফাউন্ডেশন সবসময় হত দরিদ্র ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশের কেন্দ্রীয় অর্থ সচিব মোঃ মাজহারুল ইসলাম শাহেদ, কেন্দ্রীয় পরিচালক শামসুন নাহার সামু, দৈনিক আজকের সমাচার পত্রিকার সম্পাদক মো. আরাফাত প্রমুখ। পরিশেষে উক্ত কার্যক্রমকে স্বাগত জানিয়ে আল হেরা ইসলামীক ইনিস্টিটিউটের পরিচালক মুফতি আবদুল্লাহ খান সিরাজী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি