‘বছরে সাড়ে ৮ লাখ নাগরিককে স্বাস্থ্যসেবা দিয়েছে চসিক’

19

২০২২ সালে চট্টগ্রাম মহানগরীর প্রায় সাড়ে আট লক্ষ রোগীকে সেবাদান করেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের অধীনে পরিচালিত ৬৯টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। গত সোমবার চসিক জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ক্ষুদে ডাক্তার কার্যক্রম সম্পর্কে আলোচনাকালে এ তথ্য উঠে আসে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সারা দেশের মধ্যে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। করোনা মহামারীকালে চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নগরবাসীকে যে সেবা দিয়েছেন তা প্রশংসনীয়। কোভিড-১৯ প্রতিরোধে চসিক এ পর্যন্ত ৭৫ লক্ষাধিক মানুষকে করোনা টিকার আওতায় এনেছে যা অভাবনীয় সাফল্য বলে তিনি মন্তব্য করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ক্ষুদে ডাক্তার কার্যক্রম একটি যুগান্তকারী উদ্যোগ যার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চসিক ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা তৈরির চেষ্টা করছে। এ প্রকল্পকে সফল করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। এতে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম, এস আই এম ও (হু) ডা. মো. সরোয়ার আলম, জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. তপন কুমার চক্তবর্তী, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন। উপস্থিত ছিলেন-থানা মাধ্যমিক ও প্রাথিম শিক্ষা কর্মকর্তা, ইপিআই টেকনিশিয়ান এবং চসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিগণ। বিজ্ঞপ্তি