বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিরোধে মাঝি খুন

13

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকার মাঝি ও হেলপারের বিরোধের জের ধরে নুর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি মাছ ধরার নৌকার মাঝি ছিলেন। নিহত মাঝি কুতুবদিয়ার শান্তি বাজার আনিছের ডেল নামক এলাকার মৃত ছৈয়দ উল্লাহ পুত্র। গত সোমবার রাত ২টার দিকে ঘটনাটি ঘটলেও গতকাল সকালে বাংলাবাজার জেটিঘাটে একটি বোটে করে লাশ উপকূলে আনা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ফেব্রæয়ারি মাসের শুরুতে মাঝি নুর হোসেনসহ একটি দল বাঁশখালীর একটি মাছ ধরার বোট নিয়ে সাগরে যায়। সেখানে নুর হোসেনের সাথে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের হুমায়ুন কবিরের বিরোধ হয়। বিরোধের এক পর্যায়ে নুর হোসেনকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার সাংবাদিকদের বলেন, বাংলাবাজার ঘাট থেকে নুর হোসেন নামে একজন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কুতুবদিয়া এলাকায় ঘটলেও বোটের মালিকের বাড়ি বাঁশখালী হওয়ায় ঘটনার আপোষ মিমাংসার জন্য এখানে আনা হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।