বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাইমারি স্কুলে পুরস্কার বিতরণ

16

উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. জহুরুল আলম জসিম বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক সুস্থ্য রাখতে খেলাধুলা ও মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালি সংস্কৃতির চর্চায় শিক্ষার্থীদেরকে উৎসহ দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবে। এ জন্য শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশে ও বিশ্বের ক্রীড়াঙ্গণে অবদান রাখতে এখন থেকে তৈরি করতে হবে। আকাশ অপসংস্কৃতি চর্চা ও ইন্টারনেটের অপব্যবহার সহ অনৈতিক কর্মকান্ড হতে শিক্ষার্থীদেরকে বিরত রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। ফয়েসলেকস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ের পুুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী থানার সহকারী শিক্ষা অফিসার সোহেল রায়হান রাশেদ, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানী লি.- এর উপমহাব্যবস্থাপক কমান্ডার মেজর (অব.) এনামুল করিম, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, নিউ শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, এ. কে এম আবিউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার। এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোকন চন্দ্র শীল, মো. মোস্তফা মিয়া, আবু হাওলাদার। দিনব্যাপী অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন শিক্ষিকা ফারজানা আক্তার, ফারহানা হোসেন, কানিছ ফাতেমা তানিয়া, উমাশ্রী চক্রবর্তী, সুমী সরকার, নুর নাহার। বিজ্ঞপ্তি