বঙ্গমাতা নারীসমাজের প্রেরণা

21

চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন বঙ্গবন্ধু মহিলা পরিষদ :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-৮ আসনের আওতাধীন বঙ্গবন্ধু মহিলা পরিষদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ড, ৪নং চান্দগাঁও ওয়ার্ড, ৫নং মোহরা ওয়ার্ড, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডে যৌথ উদ্যোগে এক স্মরণ সভা চট্টগ্রাম নগরীর হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসির সভাপতিত্বে ও পাঁচলাইশ ওয়ার্ড বঙ্গবন্ধু মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লায়ন শারমিন সুলতানা মৌর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা।

চবি প্রশাসন :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ৮ আগস্ট চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অতঃপর উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে হল প্রাঙ্গনে ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করেন। চবি উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে বঙ্গমাতার জীবন ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

স্বেচ্ছাসেবক লীগ :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দারুল ফজল মার্কেটস্থ সংগঠন কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র সম্পাদক আশীষ কুমার সিংহ। প্রধান বক্তা ছিলেন উপ-পাট ও বস্ত্র সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু। এতে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিসির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ।

কাউন্সিলর ওয়াসিম উদ্দীন :
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দীন চৌধুরীর উদ্যোগে সম্প্রতি খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মো. আবু বক্কর সিদ্দিক, আবুল হাসেম শাহ, আলী হায়দার,আনোয়ার হোসেন বাবু,আব্দুল মতিন, আবুল হোসেন, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. নাছির, আব্দুল আওয়াল, জহিরুল ইসলাম প্রমুখ।

চকবাজার থানা ছাত্রলীগ:
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা ছাত্রলীগের উদ্যোগে হযরত মোল্লা মিসকিন শাহ্ (রহ.) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম তাওসীফ, সহ-সভাপতি আওরাজ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সাইমন, সম্পাদক মন্ডলীর সদস্য তারেকুল ইসলাম, শাহদাত হোসেন, সাহারান তুহিন, আব্দুল কাইয়ুম শাহ্, মেহেদী হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।