বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করুন : মেয়র

3

 

সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। দুই লাখ মা-বোনের ইজ্জতের ও ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত এ স্বাধীন আজ পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অর্থনৈতিক মুক্তি পাওয়ার মাধ্যমে। বঙ্গবন্ধু হত্যাকাÐের নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করতে হবে। এ লক্ষ্যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ৭৫ সালের ১৫ আগস্টের আগে তৎকালীন সামরিক-বেসামরিক ও রাজনৈতিক নেতাদের ভ‚মিকা সামনে আনা প্রয়োজন। জাতির পিতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বন্দর জাতীয় শোক দিবস পালন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জেয়াফত অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে ও চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের পরিচালনায় বন্দর পূর্ব কলোনির মোহাম্মদীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দীন খান, প্যানেল মেয়র আফরোজা কালাম, মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মান্নান। বক্তব্য দেন মোকাররম হোসেন মুকুল, জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, সৈয়দ আহমেদ, মোস্তাফিজুর রহমান, রেজা খোন্দাকার, মো. ইয়াকুব, আনিফুর রহমান লিটু, রেজাউল করিম, আষিশ কান্তি মুহুরী, আওরঙ্গজেব শিবলু, সাজ্জাদ হোসেন, নুরুন্নবী পারভেজ, রনজিত কুমার, মো. লোকমান, জামিল আহেমদ, এফএ চৌধুরী, সাইফুর সোহেল, মাহাবুব আলম, মাহাবুব হোসেন, আকতারুজ্জামান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকি, ইমতিয়াজ আহমেদ, জাহিদুল হক চৌধুরী, এম. রাশেদ চৌধুরী, আবদুল্লা আল মামুন, নুরুল ইসলাম, এমরান হোসাইন, ইসমাঈল, মিজান, আজাদ, সাজ্জাদ আলী জুয়েল প্রমুখ। বিজ্ঞপ্তি