বঙ্গবন্ধু হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে নৃশংসতম ঘটনা

9

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার খতমে কোরআন, দোয়া মাহফিল, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাঁশখালী আওয়ামী লীগ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এছাড়াও কালীপুরে ৫০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
কালীপুর রজনীগন্ধা ক্লাবে সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।
আওয়ামী লীগ নেতা শাহদাত ফারুকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব, পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সৈয়দ,দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, কাথরিয়া আওয়ামী লীগ সভাপতি রহমতউল্লাহ, কালীপুর আওয়ামী লীগ সভাপতি সার্জেন্ট (অব.) জাফরুল ইসলাম, কৃষক লীগ সভাপতি ভিপি ইলিয়াছ, খানখানাবাদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কাথরিয়ার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, এটিএম জসীম, মো. নোমান মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মইনউদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক শাহদাত হোসেন তানজু, যুগ্ম আহব্বায়ক মনজুর আলম, বৈলছড়ি স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক এনামুল হক, শহিদুল্লাহ, এনামুল হক, রাফসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা। এ হত্যাকান্ডের মধ্যদিয়ে খুনিচক্র বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করতে চেয়েছিল। কিন্তু আজ জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে সারা পৃথিবীর বুকে এক বিস্ময়ের সৃষ্টি করেছে।
এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাকিমিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আহমেদ মীর আহমদ আনসারি। এছাড়াও বিকালে আওয়ামী লীগের উদ্যোগে জ্ঞানোদয় বিহার ও জলদী ঋষিমঠে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।