বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে রেকর্ড

10

পূর্বদেশ ডেস্ক

ঈদে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ার কারণে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে এ যাবৎকালের রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।
এর আগে গত ঈদুল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল বলে তিনি জানান।
আহসান মাসুদ বাপ্পী সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। আর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।
বাপ্পী জানান, টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বক্স স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি টোল বক্স চালু রয়েছে। খবর বিডিনিউজের