বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা

18

 

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ডিসি হিলস্থ ও চকবাজার ঘাসিয়াপাড়া ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, রাখাল চন্দ্র ঘোষ, অনিমা কামাল। উক্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এম এ মান্নান হিমেল, ডা. অপূর্ব ধর, ডা. তুষার দাশ গুপ্ত, ডা. বেলাল হোসেন উদয়ন, এস কে পাল সুজন, ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. রুনু রায় প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, মানুষের মৌলিক অধিকার হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তৎমধ্যে চিকিৎসাসেবা হচ্ছে উত্তম সেবা। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে যে ভূমিকা রেখে চলেছেন তাতে আপনারাও সূর্যসারথি হয়ে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। করোনাকালে একমাত্র বাংলাদেশেই মৃত্যুহার সর্বনিম্ন। তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে। মুজিববর্ষে ও স্বাধীনতার সূর্বণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।