বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের কর্মসূচি

38

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী সদ্য বিদায়ী চ.বি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ও কার্যকরী মহাসচিব লায়ন মোঃ আবু ছালেহ্ এর সঞ্চালনায় মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে সম্প্রতি নগরীর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়। মুজিব বর্ষে সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ, বিভিন্ন বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত করে প্রবন্ধ উপস্থাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১০ জানুয়ারি ক্ষণ গণনা প্রারম্ভের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য, ড. মাসুম চোধুরী, এড. বাসন্তী প্রভা পালিত, রেখা আলম চৌধুরী, লায়ন ডাঃ আর কে রুবেল, আলী আহমদ শাহীন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, হেলাল উদ্দিন, সিজার বড়ুয়া, ডাঃ মনির আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি