বঙ্গবন্ধু বিষয়ক আয়না

46

আমার কিছু কবিতা আছে,আমার কিছু ভাষা ও কথা আছে
আমার অনেক কিছু পড়ে আছে- মনের কোণে
প্রতিটি ঘুম থেকে উঠে বঙ্গবন্ধুর নামে তা
ছড়িয়ে দেই
বিলিয়ে দেই

ভোরকে যখন নামিয়ে আনি পৃথিবীতে- তারপর সূর্য ওঠে
চারুকলা দিন নামে দেশে- আমি কবিতা লিখি
চিত্রপটে আঁকিয়ে দেই উপমার লোবান
সেই উপমায় জড়িয়ে রাখি যাকে
তিনি বঙ্গবন্ধু
তিনি বাংলাদেশ

আমার স্মৃতিকাতর একটা আয়না আছে
ঘুমের ভেতরেও সেই আয়নায় আমার পরিচিতি খুঁজি
অথচ আয়নায় কেউ ‘আমি’ নেই
আমি পতাকার ভেতর সেই ‘আমি’কে পাই
বঙ্গবন্ধুর ভেতরেও সেই ‘আমি’কে পাই
অতঃপর আমার জন্ম ও মাতৃভ‚মির প্রসঙ্গ আসলে
বঙ্গবন্ধুর দিকে ইঙ্গিত করি
অতঃপর সবুজ গ্রাম ও নগরগুলো ইঙ্গিত বুঝে-সেদিকেই
ঢলিয়ে যায়
গড়িয়ে যায়।