বঙ্গবন্ধু বাঙালিসত্তাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন

19

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের আগরতলা থেকে প্রকাশিত ও লেখকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব হলো, তিনি আমাদের বাঙালি জাতিসত্তাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় আগরতলার মানুষের আন্তরিক অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ভারত সরকার ও জনগণ আন্তরিকভাবে পাশে ছিলো বলেই বাঙালির বিজয় তরান্বিত হয়েছিল। একাত্তরের মতো এখনও আগরতলার মানুষ আমাদের পাশে আছেন তার বড় প্রমাণ হলো ‘বঙ্গবন্ধু আন্তর্জতিক স্মারকগ্রন্থ’ প্রকাশ।’ বিশেষ অতিথি ভারতের আগরতলা থেকে প্রকাশিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্মারকগ্রন্থের সম্পাদক ড. দেবব্রত দেবরায় বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবিক বিশে^র নেতা। সমগ্র মানব সম্প্রদায়ের জন্য তিনি জন্মেছিলেন। মহাপুরুষদের মধ্যে মানবিকতা ও সরলতা এ দুটি গুণ অতিমাত্রায় থাকে, যার কারণে দেশ এবং দেশের মানুষের প্রতি থাকে তাদের সীমাহীন দরদ, আস্থা ও ভালোবাসা। বঙ্গবন্ধুরও ছিল তেমনি। অনুষ্ঠান উদযাপন কমিটির আহব্বায়ক বিভা ইন্দুর স্বাগত কথনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম, ভাষাবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক অধ্যাপক ড. মাহবুবুল হক, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক ড. হরিশংকর জলদাস, বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্মারকগ্রন্থের প্রধান সম্পাদক ড. আশিস কুমার বৈদ্য।
অনুষ্ঠানের শুরুতেই ‘সপ্তসুর সংগীত একাডেমি’র সদস্যসরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এর আগে সকল অতিথিদের মাঝে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন সুবর্ণা রহমান, একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী প্রবীর পাল ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি একাডেমি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের সদস্য সচিব ও অধ্যাপক সুমন হায়াত। বিজ্ঞপ্তি