বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক

11

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ :
জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উদ্যোগে ১৫ আগস্ট সকালে যাথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মুসলিম উদ্দিন সবুজসহ শিক্ষকবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘশেষে বঙ্গবন্ধুর জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে বাঙালি পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। আলোচনাশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মহানগর জাতীয় শ্রমিকলীগ :
মহানগর আওয়ামী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমদ বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিরোধী দলের সকল ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মহানগর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যকালে তিনি একথা বলেন। সোমবার চট্টগ্রাম প্রেসক্লােেবর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন কান্তি বিশ্বাস এবং কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

আসিফ মাহমুদ :
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নামে স্লোগান দিলেই বঙ্গবন্ধু ও তার আদর্শকে ধারণ করা যায় না। বঙ্গবন্ধুর আদর্শকে কথা, কাজ ও হৃদয়ে ধারণ করতে হবে। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে কর্মহীনদের মাঝে ৬টি ভ্যানগাড়ি প্রদান এবং সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে দ্রব্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহানগর যুবলীগের সাবেক সদস্য নুরুল আনোয়ার, ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস, যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রিয়াজুর রহমান জীবন, রেফায়েত হোসেন রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট মীর তোফাজ্জল হোসেন তপু, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, মাসুদ পারভেজ, জিয়া উদ্দিন রানা, মো. মামুন, শাহাজাদা খোরশেদ, দীপন কান্তি নাথ, সাইফুল ইসলাম, আলী নিজাম, হাসান সবুজ প্রমুখ।

অংকুর সোসাইটিবালিকা উচ্চবিদ্যালয় :
গত ১৫ আগস্ট অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় এ জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সজল কুমার দত্ত। বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জনাব কাজী সুলতানা ইয়াসমিন।

চসিক শ্রমিক কর্মচারী লীগ :
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ)’র উদ্যোগে সিটি কর্পোরেশন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোসহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিবিএ সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি জাহিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি মোহাং ইয়াছিন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল মাসুদ প্রমুখ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশন :
সংগঠনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ১৫ আগস্ট সকাল ১০ টায় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রি ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রæপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলমগীর’র সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, সাইফুদ্দিন আহমেদ সাকী, আলাউদ্দিন আল হারুন, সাবেক শুল্ক কর্মকর্তা আব্দুস সালাম, সবিতা বিশ্বাস, মুনমুন সেন, মোস্তফা-হাকিম কলেজের উপাধ্যক্ষ কাজী মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আবু ছগির, মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের প্রধন শিক্ষিকা মৌসুমী দাস, কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ :
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগষ্ট আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মো: ইকবাল হাসান, সহ-সভাপতি মনজুর হোসেন, এম এ মোনায়ম, নুরুল আমিন, সাইফুল আলম সাইফু, এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন শাহ, তারেক হায়দার বাবু, ননী গোপাল, তথ্য ও গবেষণা সম্পাদক তহিদুল আলম তৌহিদ, সদস্য মো: হায়দার আলী, জানে আলম, মো: মাসুদ, মো: ইসহাক, শ্রীপ্রকাশ দাশ অসিত, রতন দে, জসিম উদ্দীন আরমান, অজয়, আরিফুর রহমান, নেছার মিয়া, মো: সোহেল প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিতার কামনায় দোয়া মোনাজাত করেন।

উত্তর জেলা যুব মহিলা লীগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অদ্য ১৫ আগস্ট শোক দিবসের প্রথম প্রহরে দোস্ত বিল্ডিং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মহিলা নেত্রীদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেত্রী এডভোকেট ফাতেমা নার্গিস হেলনা, বৃষ্টি কবির, রানী এলিজা, শামিমা আকতার, পারভিন আকতার সহ চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।

রোটারি ক্লাব চিটাগং হিলটাউন :
জাতীয় শোক দিবস উপলক্ষ গত ১৫আগস্ট সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউন এক আলোচনা সভার আয়োজন করে। ক্লাব সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধানঅতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রোটারি সেন্টারের সভাপতি ওসমান গণি মনসুর। বক্তব্য রাখেন ক্লাবের অ্যাসিসটেন্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুর রশিদ, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মুজিবুর রহমান, লেখক খন রঞ্জন রায়, প্রেসিডেন্ট-নমিনি আলীউর রহমান রুশাই, সেক্রেটারি অরুণ কান্তি মল্লিক। উপস্থিত ছিলেন পিপি আমজাদ হোসেন, পিপি প্রণব কুমার দেব, পিপি দেবদুলাল ভৌমিক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান গোলাম মওলা মামুন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন বণিক, রোটারিয়ান নারায়ণ কান্তি মজুমদার, শুক্লা আচার্য্য, রোটারিয়ান কিংশুক পাল ও রোটারিয়ান রোজি সাহা। এছাড়া রোটারি ক্লাব অব চিটচাগং নর্থ এর প্রেসিডেন্ট ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন, রোটারি ক্লাব অব ডাউনটাউনের প্রেসিডেন্ট এম ফরহাদুল ইসলাম, রোটারি ক্লাব অব হেরিটেজ এর প্রেসিডেন্ট আবদুল কাদের বিপ্লব, ডিস্ট্রিক্ট লিডারসহ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও বেশ ক’জন রোটারিয়ান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান ও ছড়া আবৃত্তি করেন শিলা চৌধুরী ও ছড়াকার অধ্যাপক সন্তোষ কুমার শীল।

৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ :
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন এ কে এম জাফরুল্লাহ চৌধুরী। আ’লীগ নেতা মো. হারুন ও নটরাজ গুপ্তের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগ নেতা সৈয়দ আমিনুল হক, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা মো. আলী আকবর। বক্তব্য রাখেন মাওলানা মো. বেলাল, মোহাম্মদ জিয়া, মো. শাহাবুদ্দিন, পারভেজ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সিরাজ, রানা শীল, সঞ্জয় গোস্বামী, আগত দাস, রিটন দাস, ছাত্রলীগ নেতা মো. জহির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ কায়সার, মো. ইউসুফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ আমির হোসেন, মো. জামাল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ খোকন প্রমুখ।

মহানগর মোটরচালক লীগ :
জাতীয় শোক দিবস উপলক্ষে মোটরচালক লীগ মহানগরের উদ্যোগে সোমবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে অক্সিজেন পশ্চিম শহীদ নগর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং মাজহারুল হক চৌধুরী মীরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. জাফর আলী, মো. কাবুল হোসেন, আবুল কালাম, মো. সালাউদ্দিন, চান মিয়া, মো. নূর আলম নুরু, মো. আবুল কাশেম সরকার, মো. আবছার, নুরুল আলম, আবদুল মাবুদ, মো. মিজান, মো. দুলাল, আবদুল করিম, মো. তাজু, মাহামুদুল হক মাঝি, জমির আহম্মেদ, সেলিম হোসেন চৌধুরী, মানিক হাওলাদার, নাছির উদ্দিন শাহা, আনিসুজ্জামান, আব্দুল সালাম, এয়াকুব, সুমন দে, মুনছুর আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. ফারুক, বজলুর রহমান, মো. জসিম, মো. তসলিম, আলমগীর গাজী, খোরশেদ আলম, মো. মাহাবুবুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. কামাল, মো. এমরান হোসেন প্রমুখ।

দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ :
জাতীয় শোক দিবসে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত শাহেদ ইকবাল খান শিমুলের নেতৃত্বে ছোটপোল থেকে এক শোক র‌্যালি এক্সেস রোড, হাজী পাড়া মোড়, আগ্রাবাদ মোড় হয়ে ছোটপোল এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর হাসান মাসফিক, আশরাফুল ইসলামের, ইফতেকার ইফতু, জয়নাল আবেদিন, সাঈদ হোসেন, মো. কামাল, মো. ইব্রাহিম, মো. জীবন, মো. মোবারক, রাকিব হোসেন, আরমান হোসেন, মো. রায়হান, ফয়সাল হোসেন, আব্দুর শুকুর, মো. জাহিদ, মো. ইমন, মো. আরিফ, মো. ইউসুফ, মো. নাঈম প্রমুখ।

সৈয়দ মঞ্জুরুল আলম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব সংগঠক, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, হাটহাজারী বাস স্টেশন চত্বরে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী প্রদর্শন, প্রদীপ প্রজ্জ্বলন, খতমে কোরআন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বøাড গ্রæপ নির্ণয় ও এতিম, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সৈয়দ মঞ্জুরুল আলম বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অংশ। জাতীয় শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান রাজু, রাকিবুল ইসলাম, মো. জাবেদ, মো. নুর হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সিরাজ উদ্দিন, জাসেন, রিয়াদ, জিসান, শাকিব, করিম, আসাদ, ফাহিম প্রমুখ।

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা :
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকীতে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি সাইফুদ্দীন মাহমুদ খান, সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, সাধারণ সম্পাদক এড. কামরুল আযম চৌধুরী টিপু, সহ-সভাপতি এড.কাইছার উদ্দীন, জুয়েল পাল, প্রেম লাল দত্ত, লোকমান হোসেন, হোসাইন শরীফ, জুলেখা আক্তার জুলি, কথা চৌধুরী, পিংকী চক্রবর্তী, রায়হান সোলতানা নিহা, হিমেল মন্ডল, শ্রাবন্তী দাশ শুকলা, রিদু চৌধুরী প্রমুখ।

ডবলমুরিং থানা ছাত্রলীগ :
চট্টগ্রাম মহানগর এর আওতাধীন ডবলমুরিং থানা ছাত্রলীগ জাতীয় শোক দিবসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নগরীর আগ্রাবাদ মোড় থেকে সংগঠনের সভাপতি ফরহাদ সায়েম ও সাধারণ সম্পাদক রাকিব হায়দারের নেতৃত্বে শোক র‌্যালি চৌমুহনী দেওয়ানহাট হয়ে আবার আগ্রাবাদ এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বৃন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, সম্পাদক উপ সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যগণ।

ছাত্রলীগ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জেলা কমিটি :
ছাত্রলীগ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন। সংগঠনের সভাপতি মো. কামরুল হাসান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা মোঃ ইয়াছির আরাফাত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মো. হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কাউসার উদ্দিন সুমন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি নয়ন কুমার সিংহ, সহ-সভাপতি জনি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম উদ্দিন, প্রচার সম্পাদক তারেক আজিজ লিমন, সাংস্কৃতিক সম্পাদক অমিত আর্চায্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ’র উদ্যোগে গত ১৫ আগস্ট সংগঠনের অস্থায়ী কার্যালয়ের এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা দিদারুল আলম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খায়ের আহমদ খোকন, অর্থ সম্পাদক মো. ইউসুফ, আব্দুল হালিম আদু, হুমায়ুন, রমজান আলী, মো. আকবর, মো. ইব্রাহিম, মো. আব্দুর রশিদ প্রমুখ।

কোতোয়ালী থানা ছাত্রলীগ
জাতীয় শোক দিবস উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু তৈয়ব মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক ছাত্রনেতা তাজউদ্দীন রিজভী, ইয়াসির আরাফাত, প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সহ-সভাপতি মিথুন মল্লিক, বিশেষ বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শফিউল আজম জনি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তামজিদ কামরান, সদরঘাট থানা ছাত্রলীগের আহবায়ক আদিত্য দাশ জয় প্রমুখ।

আমার চট্টগ্রাম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘আমার চট্টগ্রাম’ এর উদ্যোগে নূর আহমদ সড়ক জুবিলী রোডস্থ সংগঠনের কার্যালয়ে সকাল সাড়ে ৬ ঘটিকায় কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ ঘটিকা হইতে মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার এবং সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কে.বি.এম শাহজাহানের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর বাদে আছর বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আলহাজ্ব সাদেক হোসেন চৌধুরী পাপ্পু।

মহানগর মহিলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ খান, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমীন ফারুক, শিল্প বানিজ্য সম্পাদক ও মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, ধর্ম সম্পাদক আয়শা আলম চৌধুরী, মনোয়ারা বাহাদুর, আয়শা সিদ্দিকা, ফাতেমা আক্তার, শবনম সুলাতানা, শাহিন সুলাতানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আনিছুর রহমান লিফন, সুমন সেন, মামুনুর রশিদ, জেনিফার, নারায়ন দাশ, লিটন মহাজন, তৌহিদুল ইসলাম মিঠুন, মিজানুর রহমান, হাফিজা হেলাল, শাহানা সুলতানা প্রমুখ।

কাস্টমস বন্ড কমিশনারেট :
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন আদর্শকে অন্তরে ধারণ করে প্রত্যেককে সোনার বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে এবং নিজের কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ও দেশের জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে। কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে দামপাড়াস্থ কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনার এ কে এম মাহবুবুর রহমান। আলোচনায় আরো বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার কামনাশীষ, উপকমিশনার তপন কুমার চক্রবর্তী। উপকমিশনার তাহমিনা আক্তার পলি’র সঞ্চলনায় আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ থেকে পাঠ করেন কাস্টমস বন্ড কার্মাশিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি সজল চৌধুরী, রাজস্ব কর্মকর্তা রেহানা পারভিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল হোসেন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন মিনিস্ট্রিয়াল স্ট্যাফ হোসাইন মো. আবু সালেহ পাপ্পু, সিপাই মোহাম্মদ ইবরাহীম ও সালাউদ্দিন সোহেল। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম মাজহারুল ইসলাম।

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় :
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনাসভা, দোয়া মাহফিল, রচনা, চিত্রাংকন, হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড কাউন্সিল জহর লাল হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদম মোরাক সি.ক.উ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংক কুমার ভূমিক। সহকারি শিক্ষক তনিশ্রা সেন সঞ্চায়লয়ে এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, সহকারি শিক্ষক রওশন শরীফ তানি। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জয়নাব বেগম, সদস্য মুন্না রানী দেবী, সহকারি শিক্ষক শিখা রাণী শীল, শামসুন নাহার রুবা, পিয়াংকা চৌধুরী, নাসরিন আখতার, সেচ্ছাসেবক লীগ নেতা কাজি হেলাল উদ্দিন প্রমুখ।

নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় :
জাতীয় শোক দিবস উপলক্ষে নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্লাস রুমে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারকেশ্বর নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসনাত বেলাল বলেন, বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কজনক অধ্যায়। মানুষের মৌলিক অধিকার ও স্বাধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন। বক্তব্য রাখেন মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি শেখ মহিউদ্দিন বাবু, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফখরুল করিম, কাজী বিবি রহিমা, ফারহানা আরেফীন, লুৎফুন নাহার, কোহিনুর আক্তার প্রমুখ।

চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেড :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, খতমে কোরান, দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী। উক্ত দোয়া মাহ্ফিল ও আলোচনা সভায় বক্তৃতা রাখেন ডা. সেলিম আকতার চৌধুরী, তিনি তাঁর বক্তৃতায় হাজার বছরের শ্রেষ্ট্র বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও দশের মঙ্গল কামনা করেন। বক্তৃতা রাখেন এম.আর. দে (এফসিএ), ডা. সরফরাজ খান চৌধুরী, মফিজুর রহমান, ওয়ালিউল আবেদীন শাকিল, ডা. ভাগ্যধন বড়ুয়া, দেবাশিষ পালিত, ইজাজ ইউসুফি প্রমুখ।

বঙ্গবন্ধু যুব স্কোয়াড :
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু যুব স্কোয়াড চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন গত ১৫ আগস্ট। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য নেছার আহমদ, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো. ইব্রাহিম, মো. নুরুজ্জামান, বাবলু দাশ বাবলু, দেলোয়ার হোসেন সুমন, আশরাফুল আলম টিটু, নাজমুল হাসান রুমি, বিপ্লব বর্ধন, ইসমাইল বাদশা, আমিনুল ইসলাম আজাদ, আনিসুর রহমান মামুন, মঞ্জুরুল আলম রিমু, আলী হাসান, মারুফ ইসলাম, জামাল উদ্দিন জুয়েল, রিমন পাঠান, সামাত উল্লাহ মানিক প্রমুখ।