বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল সেমিফাইনালে রাউজান

21

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল (অ-১৭) টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে কোয়ার্টার পর্বে গতকাল খেলায় চারটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালক বিভাগে রাউজান ও আনোয়ারা এবং বালিকা বিভাগে পটিয়া ও রাউজান প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সকালে বঙ্গমাতা ফুটবলে মুখোমুখি হওয়ার হয় পটিয়া ও আনোয়ারা। এতে পটিয়ার মেয়েরা ৭-০ গোলে আনোয়ারার মেয়েদের বিধ্বস্ত করে। পটিয়ার পক্ষে আনজু হ্যাটট্রিক করে। এছাড়া দলের পক্ষে সোমা সর্দার দুটি ও সুবর্ণা ও ইয়াসমিন একটি করে গোল করেন। পরে একই উপজেলার দলের বালকেরা বঙ্গবন্ধু ফুটবলে প্রতিদ্বন্দ্ধীতা করে। তাতে আনোয়ারা উপজেলা দল ২-১ গোলে পটিয়ার উপজেলা দলকে পরাজিত করে। বিজয়ী দল আনোয়ারার পক্ষে রবিউল ২টি এবং পটিয়ার পক্ষে জোবায়ের ১টি গোল করেন। বিকালে বালক বিভাগের খেলায় প্রতিদ্বন্দ্ধীতা নামে রাউজান ও হাটহাজারী উপজেলা দল। এতে রাউজান ২-১ গোলে জয় পেয়ে শেষ চারে নাম লেখায়। রাউজানের হয়ে মোবাররক ও আপন একটি করে গোল করেন। অন্যদিকে হাটহাজারীর পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রিয়াদ। এর আগে বালিকা বিভাগের খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল হাটহাজারী ও রাউজানের মেয়েরা। তাতে রাউজানের মেয়েদের দল মাঠে নামলেও হাটহাজারীর মেয়েরা আসেনি। ফলে ওয়াক ওভার পেয়ে শেষ চারের খেলায় জায়গা করে নেয় রাউজানের মেয়ে দল।