বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ বিভাগীয় ফুটবল জেলা ও মহানগর দলের কর্মকর্তা মনোনয়ন

27

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা আগামী ১৭ আগস্ট এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এবং চট্টগ্রাম মহানগরী অর্থাৎ ১২টি দল নিয়ে হবে নকআউট ভিত্তিক এ প্রতিযোগিতা। গত ১১ আগস্ট থেকে চলছে দল চূড়ান্তকরণ প্রক্রিয়া। নিরপেক্ষতার খাতিরে এ চারটি দলের সাথে সংশ্লিষ্ট অফিসিয়ালদের কেউই খেলোয়াড় নির্বাচনের কাজ থেকে দূওে ছিলেন। দুই শতাধিক ফুটবলারের মধ্য থেকে ১৮ জন করে ৪টি (জেলা ও মহানগর বালক ও বালিকা) টিম গতকাল চূড়ান্ত করা হয়েছে। এরপর সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান চারটি দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।
জেলা পর্যায়ে সাফল্যেও স্বীকৃতিস্বরূপ মহানগর এবং জেলায় চ্যাম্পিয়ন দলগুলোর কর্মকর্তারাই দায়িত্ব পেয়েছেন। সে হিসেবে মহানগর বালক দলে মোর্শারফ হোসেন লিটন ম্যানেজার এবং মহসিন সাজু কোচ আর বালিকা দলে হারুনুর রশিদ ম্যানেজার এবং মো. আলমগীর কোচের দায়িত্বে থাকছেন। অন্যদিকে জেলা বালক দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন চ্যাম্পিয়ন হাটহাজারীর মোহাম্মদ রাশেদ এবং কোচ আবু সরওয়ার চৌধুরী আর বালিকা দলের ম্যানেজার পটিয়ার ডা. সৈয়দ সাইফুল ইসলাম এবং কোচ আনোয়ার হোসেন। ফুটবলের সাথে কাজ করে জেলার কর্মকর্তা মনোনীত হয়ে সম্মানিত বোধ করে কর্মকর্তাবৃন্দ সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।