বঙ্গবন্ধু পরিষদের সভায় ওয়াসিকা আয়শা খান বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের স্বাধীনতা, মানুষের মুক্তি

8

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক নিয়মতান্ত্রিক মাইলফলক মুজিবনগর সরকার। বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা কখনো মুখ্য ছিল না, তিনি চেয়েছিলেন দেশের স্বাধীনতা, দেশের মানুষের মুক্তি। গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার শাখার উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘মুজিবনগর সরকার : তৎকালীন ও বর্তমান ভূ–রাজনীতি ও রাজনৈতিক কৌশল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন ও ১৭ এপ্রিল বাংলাদেশ ভূ–খন্ডের বৈদ্যনাথ তলায় আন্তর্জাতিক মিডিয়ার সামনে স্বাধীনতা ঘোষণা পত্রের আলোকে মন্ত্রী পরিষদ ঘোষণা ও অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে যে নিয়মতান্ত্রিক যাত্রার শুরু হয় ১৬ ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর ১২ জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা অপর্ণের মাধ্যমে বর্ণাঢ্য মুজিবনগর সরকারের সমাপ্তি ঘোষণা পর এই সফল সরকারের সমাপ্তি ঘটে। সংগঠনের সভাপতি প্রফেসর বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে ও শাবানা বানুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান।