বঙ্গবন্ধু কৃষক শ্রমিকের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন

74

কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন এদেশের কৃষক শ্রমিকের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য সবচেয়ে বেদনার একটি দিন। কিন্তু স্বাধীনতা বিরোধী ঘাতকরা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর নাম এদেশ থেকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশালী ও সোনার বাংলাদেশ গড়া। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের অগ্রযাত্রায় যাতে বাঁধার সৃষ্টি না হয় সেজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গত সোমবার সাতকানিয়ার মৌলভীর দোকানস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ, চারা বিতরণ অনুষ্ঠান দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবদুর রহিম, দিদাররুল ইসলাম টিপু, ইব্রাহিম চৌধুরী, হাজী বাদশা মিয়া, আবুল কালাম আজাদ ডালু, নুরুল ইসলাম, তাহেরুল ইসলাম, আবদু সবুর, মাহামুদুল হক বাবুল, আলী আহমদ, রফিকুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী, নুর হোসাইন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম প্রমুখ। পরে বৃক্ষরোপণ ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকলীগ নেতৃবৃন্দদের মাঝে চারা বিতরণ করা হয়।