বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ পরিষদের সভা

8

বাংলাদেশ শিল্পকলা একাডেমী মাঠে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন মো. কাবুল মিয়ার সভাপতিত্বে এবং নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় গত বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রাথমিক শিক্ষা বোর্ড ও কিন্ডারগার্টেন রেজিষ্ট্রেশন বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান আলোচক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা। এসময় উপস্থিত ছিলেন বিকেএ এর সভাপতি এল এম কামরুজ্জামান, সানরাইজ শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন মো. দিদারুল ইসলাম, কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন কেয়া এর মহাসচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মহাসচিব মোহাম্মদ আবদুল অদুদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন এর মহাসচিব এম এ মান্নান মনির, বিকেএ এর ভারপ্রাপ্ত মহাসচিব মো.জয়নাল আবেদিন জয়, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির ঢাকা বিভাগীয় সচিব এমএ হান্নান জামিল, বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর সদস্য মো. শহিদুল ইসলাম শহিদ।
রাত ৮টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা বোর্ড এর নাম প্রাথমিক ও কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এবং ২০১১ সালের নীতিমালা অনুযায়ী কিন্ডারগার্টেন স্কুল রেজিষ্ট্রেশন কার্যক্রম গতিশীল করার দাবি নিয়ে বাংলাদেশের কিন্ডারগার্টেন সেক্টরের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপিকে মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। মন্ত্রী আবেদনকৃত কিন্ডারগার্টেনগুলোকে রেজিষ্ট্রেশন দেওয়ার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি