বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের শিক্ষাসামগ্রী বিতরণ

33

বাংলাদেশ সরকার বছরের প্রথম দিন থেকে বিনামূল্যে বোর্ডের বই বিতরণ করে শিক্ষার্থীদের। তারই পথ ধরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শত শিক্ষার্থী হাতে বঙ্গবন্ধু’র জীবনী বই, খাতা ও কলম দিল। এ উপলক্ষে গত ৬ জানুয়ারি নগরীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও দশম শ্রেণির ৫শত শিক্ষাথীর হাতে বই, খাতা ও কলম বিতরণ করা হয়। সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির এর সভাপতিত্বে অনুষ্টিত শিক্ষার্থীদের সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক জাবেদুল ইসলাম সিপন, আসিফ ইকবাল, শহীদুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, শিক্ষা সম্পাদক প্রফেসর শিবু চন্দ্র দাশ ও হানিফ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি