বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও বাজাতে দেয়নি বিএনপি

19

মিরসরাই প্রতিনিধি

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে বাজাতে দেয়নি। সে ভাষণকে জাতিসংঘ বিশ্বের সেরা ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত বুধবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলায় প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, ছেলে-মেয়েকে পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। না হলে এমবিএ পাশ করে সাহেব হওয়ার মানসিকতা গড়ে উঠলে কেউ চাকরি পাবে না।
এসএসসি পাশের পর হাতে কলমে কাজ শিখতে হবে। আলোচনা সভায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে এবং মানারাত চৌধুরী বাবু ও জাহিদুল ইসলাম সুজনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন রাশেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন মাহমুদ, মেলা কমিটির প্রধান সমন্বয়ক ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল এহসান শাহ। উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আলোচনা সভার পরে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে।