বঙ্গবন্ধুর হাত ধরেই দেশে দ্বীনি শিক্ষার প্রসার ঘটেছে

8

কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল (স্নাতক) মাদ্রাসা দাখিল ও আলিম স্তর এমপিও ভূক্ত হওয়ায় শোকরানা মাহফিল, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব এদেশে জন্ম গ্রহণ না করলে এদেশে দ্বীনি শিক্ষার প্রসার হতো না। এদেশে ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছে তার বদৌলতে আজকে বাংলাদেশে দ্বীনি শিক্ষা এতদূর প্রসার লাভ করেছে। বঙ্গবন্ধুর তনয়া ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নির্দেশনার আলোকে অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলো স্কুল-কলেজ ও মাদ্রাসা এমপিওভূক্ত হয়েছে। মন্ত্রী আরো বলেন, প্রত্যেক মাদ্রাসায় গতানুগতিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবী ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেন। কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসাইন সভাপতিত্বে এবং এইচ এম মহিউদ্দিন, এইচ এম সালাহ উদ্দিন ও গালিবা ফাহমিদার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে কামালে ইশকে মুস্তফা কমপ্লেক্স ট্রাস্টের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম কায়কোবাদ, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ মোহাম্মদ ওসমান গণি চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুল মোমেন, অভিভাবক প্রতিনিধি এস.এম সিরাজুল মুনির মানিক, অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির ও উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাকলিয়া ওয়ার্ডের কমিশনার মুহাম্মদ হারুনুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ, কমিশনার শাহিন আকতার রোজি, মুহাম্মদ নুরুল আমিন, হাফেজ মাওলানা মো. নুরুল আবচার, মোহাম্মদ নুরুল আবছার প্রমুখ।