বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহিলা আ’লীগের সভা

72

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ্উদ্যোগে সংগঠনের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৬ ডিসেম্বর দেশ হানাদার মুক্ত হলেও হাহাকার ছিল বঙ্গবন্ধু কখন মৃত্যুকূপ থেকে ফিরে আসবেন। তিনি এসেছিলেন এই দিনে, তার আগে নয়া দিল্লীতে আমাদের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ইন্দিরাগান্ধীকে বলেছিলেন আপনার সেনাবাহিনীকে ফিরিয়ে নেবেন কিনা। তাই বঙ্গবন্ধু বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন সত্তা ইন্দিরা কথা রেখেছিলেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি মহা আনন্দের তবে এই দেশকে জঙ্গিবাদমুক্ত করার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন ৩য় বিশ্বে এগিয়ে আছে। তারপরও বলতে হয় নারী ও শিশু নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে। এ থেকে পরিত্রাণ পেতে হবে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, হোসনে আরা বেগম, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, লায়লা আক্তার এটলি, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রহমতুনেছা, আয়েশা আলম, এডভোকেট রোকসানা আক্তার, ইশরাত জাহান চৌধুরী, ফাতেমা আক্তার, আয়েশা আক্তার পান্না, মনোয়ারা বাহাদুর, পারভীন সুলতানা, আয়েশা ছিদ্দিকা, তসলিমা নূর জাহান রুবি, শিমলা দাশ, শবনম ফেরদৌসি, শাহীন ফেরদৌসী, শিল্পী আক্তার মাহফুজা লিমা, নার্গিস, রোকসানা করিম, জেনিফার, সোনিয়া ইদ্রিস, কান্তা ইসলাম সহ আরো অনেকে। বিজ্ঞপ্তি