বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির অনন্য প্রেরণা

95

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ১৯৭২ সালে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতা অর্থবহ হয়েছিল। বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে মানুষ দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য ছিল একটি বড় প্রেরণা। এদিনটি আমাদের দেশ গড়ার লক্ষ্যে ঝাপিয়ে পড়ার প্রেরণা যোগায়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। গত ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, বন সম্পাদক এড: মুজিবুল হক, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান শিবলী, কায়সারুজ্জামান খান ফারুক, আবুল কালাম আজাদ, কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, নুরুল হুদা, আবদুল হক, কৃষ্ণারানী দাশ, তামান্না সুলতানা, অধ্যাপিকা ফাহমিদা জাহেদ চৌধুরী, নিলুফার জাহান বেবী, কায়কোবাদ ওসমানি, আবদুল্লাহ আল নোমান, এম মঞ্জুর আলম প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ :
৪২ নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ১০ জানুয়ারী শুক্রবার বেবি সুপার মার্কেট সংলগ্ন চট্টগ্রাম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আ’লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর। তিনি বলেন, ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর নির্দেশে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা পাকিস্থানের কারাগারে থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে। ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য রখেন, ওয়ার্ড আ’লীগের দপ্তর সম্পাদক শের মোহাম্মদ বাবুল, মো.কোরবান আলী, রফিক মিয়া,ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আহবায়ক শ্যামলী শীল,যুগ্ন আহবায়ক লাকি বেগম,রুবি বেগম, বাসনা চৌধুরী,মো. বেলাল,উত্তম দাশ, রানা শীল, সঞ্জয় গোসামী,মো. স্বপন,নটরাজ দাশ গুপ্ত,মো. দেলোয়ার,মোহাম্মদ ওহিদ প্রমূখ। সভা শেষে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি