বঙ্গবন্ধুর ভাষণ, স্কুল বালিকার বিস্ময়কর নির্মাণ

38

শাহদিল সুরাহা নবম শ্রেণির ছাত্রী। পড়েন হাটহাজারীর ফতেয়াবাদ গার্লস স্কুলে। এই স্কুল-বালিকা সুরাহা তৈরি করেছেন ‘একটি ভাষণ, একটি দেশের জন্ম’ শিরোনামে ভিডিও চিত্র। ২১ মিনিটের ভিডিওচিত্রে উঠে এসেছে পাকিস্তানি শাসকের বুলেটের তাড়া, রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটির অডিও-ভিডিও রেকর্ড হয়েছিলে কীভাবে, কারা জীবনবাজি রেখে এই কাজটি সম্পন্ন করে পাকিস্তান নিয়ন্ত্রিত বেতারে পরদিন ৮ মার্চ প্রচার করেছিলেন অথবা রাতের অন্ধকারে রেসকোর্স ময়দানে ৭০টি মাইক লাগিয়ে কলরেডি কর্তৃপক্ষ (মাইক সার্ভিস) তাৎক্ষণিকভাবে উপস্থিত ১০ লক্ষ মানুষের স্বাধীনতার জাগরণ-অনুরণন তৈরি করে ইতিহাসের অংশ হয়ে উঠেছিল সেসবের আদ্যোপান্ত। একুশে পত্রিকার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কনিষ্ঠতম নির্মাতা শাহদিল সুরাহার তাৎপর্যপূর্ণ ভিডিওচিত্রটি উন্মোচিত হলো ৮ মার্চ সন্ধ্যায় একুশে পত্রিকা কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন দুটি ভিডিওচিত্রের প্রশংসা করেন। তিনি বলেন, নবম শ্রেণি পড়ুয়া ছোট মেয়েটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে যে ভিডিওচিত্র নির্মাণ করেছে তা আমাকে অবাক করেছে। ‘একটি ভাষণ, একটি দেশের জন্ম’ তথ্যবহুল, ইতিহাস-আশ্রিত ভিডিওচিত্রটির যথার্থ নামকরণ একইভাবে সেলিম নাশিনের গানটিও আমাকে নাড়া দিয়েছে, হৃদয়ে দাগ কেটেছে এরকম সৃজনশীল কর্মপ্রচেষ্টা বঙ্গবন্ধুর প্রতি, তাঁর স্বপ্নের সোনার বাংলার প্রতি আমাদের দায়বদ্ধতার কথা বারে বারে স্মরণ করিয়ে দেয় আমি এধরনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য, ব্যবসায়ী নেতা এসএম আবু তৈয়ব, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, চট্টগ্রাম জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট টিপু সুলতান সিকদার প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শিল্পী সুফিয়া বেগম, সৌখিন অ্যান্টিক সংগ্রাহক তারেকুল ইসলাম জুয়েল, কবি আবু মুসা চৌধুরী, জাতীয় বিতার্কিক ইশরাত জাহান ইমা, নাসরিন কিচেনস-এর কর্ণধার নাসরিন জাহান শিল্পী, চট্টগ্রাম আইটি ফেয়ারের কর্নধার জাহাঙ্গীর আলম, একুশে পত্রিকার চিফ রিপোর্টার শরীফুল রুকন, সহ সম্পাদক সুমন চৌধুরী, স্টাফ রিপোর্টার আবছার রাফি, জোবায়েদ ইবনে শাহাদত, রিপোর্টার জিন্নাত আইয়ুব, বিপণন নির্বাহী মোখতার হোসেন, অফিস সহকারী খুকী নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি