বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাল লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

1

 

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবহাসি সবার ঘরে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪তম জন্মবা‌র্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে পটিয়ার লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গত রবিবার এই উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজিৎ কুমার বড়ুয়া শিমুল ও প্রধান শিক্ষক শেলী চৌধুরী। এরপর বিদ্যালয় মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশের গান, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধুর ছেলেবেলা ও জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মেরী মজুমদার, শিখাশ্রী চৌধুরী, পপি বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, রূপনা দাশ ও প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশ দেশের মানুষকে প্রাণ ভরে ভালোবাসতেন। তাই, তিনি খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠতে পেরে‌ছিলেন এবং পুরো বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করে জীবনবাজী রেখে যুদ্ধ করে স্বাধীনতার সূর্য আমাদেরকে উপহার দিতে পেরে‌ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের সকল মানুষ পেট ভরে খেতে পারবে, মিলে মিশে শান্তিতে থাকতে পারবে। হাসি আনন্দে খেলে, পড়ে নিরাপদে বেড়ে উঠবে প্রত্যেকটি শিশু। বিজ্ঞপ্তি