বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না

5

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আগস্ট মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অনলাইনে সারাদেশে ৮টি বিভাগে ১৬ আগস্ট হতে ২৪ আগস্ট ২০২০ পর্যন্ত ৩টি বিষয়ে ৪টি গ্রæপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ২৭ আগস্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ আগস্ট তারিখে জুমএর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা থেকে বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম-এর সম্মেলন কক্ষে উল্লেখিত তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ বি এম আজাদ এনডিসি- বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ।
প্রধান অতিথি প্রতিযোগিদেরকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নেয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে তিনি ১ম,২য়,ও তয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে যথাক্রমে ৩০০০,২০০০ ও ১০০০টাকার চেক, সনদপত্র, স্যানিটাইজেশন সামগ্রী ও ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বঙ্গবন্ধরু জীবনীমূলক গ্রন্থ বিতরণ করেন। বোরহান উদ্দিন মো: আবু আহসান পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সভাপতিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক, স্থানীয় সরকার মো: দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ,সহকারী কমিশনার বৃন্দ, জমিয়তুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মো. ইদ্রিছ, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে উপ- পরিচালক মো. সেলিম উদ্দিন, ইমাম প্রশিক্ষণ একাডেমীর, উপ- পরিচালক, মোহাম্মদ আলী সহ ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকতা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি