বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে চন্দনাইশে নানা আয়োজন

6

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। চন্দনাইশ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত রবিবার সকাল থেকে দিনব্যাপি এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রশাসন
উপজেলা প্রশাসনের উদ্যোগে এদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম। আলোচনায় অংশ নেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভ‚মি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মৎস্য কর্মকর্তা আহসানুল কবির, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা পপি, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, মোহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, অমল কান্তি দে প্রমুখ।
এদিন সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কৃষক লীগ, পল্লী বিদ্যুৎ সমিতি, চন্দনাইশ স্পোর্টিং ক্লাব, সৈনিক লীগ, চন্দনাইশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়
চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মো. দেলোয়ার হোসেন। আলোচনা অংশ নেন সহকারী প্রধান শিক্ষক আশীষ আচার্য্য, শিক্ষক যথাক্রমে অমল কান্তি দে, রফিক আহমদ, অমল কান্তি নাথ, মাওলানা নাজিমুদ্দীন মো. তৌহিদ, আবু ছালেক, এনামুলক হক, শর্মিলা দেবী, কাকলী চৌধুরী, রনজিৎ কুমার দে প্রমুখ।