বঙ্গবন্ধুর আদর্শে উন্মীলিত হোক বাংলাদেশ

162

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত চট্টগ্রামে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসাবে ছিল আজ সকাল সাড়ে ৬ টায় দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭ টায় কে.সি.দে রোড়স্থ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯ টায় খতমে কোরআন, মিলাদ মাহফিল এবং দিনব্যাপী মিষ্টি বিতরণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.এ. রশিদ, উপদেষ্ঠা কমান্ডার এনামুল হক চৌধুরী, শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহিলা সম্পাদক জোবায়রা নার্গিস খান, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, নির্বাহী সদস্য এম.এ জাফর, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দীন খালেদ বাহার, মহব্বত আলী খান, হাজ্বী বেলাল আহমদ, পতেঙ্গা থানার যুগ্ম আহবায়ক এ.এস.এম ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের আবছার উদ্দিন চৌধুরী, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ফয়েজ উল্লাহ বাহাদুর, আবদুর রহিম, আবদুল মালেক, ইফতেখার আলম জাহেদ প্রমুখ। মিলাদ ও মোনাজাত করেন মৌলানা হাজ্বী ফজল কবির।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ
সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন সংগ্রামের অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত ১৭ মার্চ, মঙ্গলবার জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম জেলা ও মহানগর’র উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হল এ সকাল ১০টায় মুজিব শতবর্ষ উদ্যাপন ও আলোচনা সভা মহানগর জননেত্রী শেখ পরিষদের সভাপতি মো: হাবিব উল্লাহ’র সভাপতিত্বে সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সিনিয়র সাব-এডিটর মো: খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি এড. সামসুদ্দিন সিদ্দিকী টিপু, মহানগরের সহ-সভাপতি লে. (অব.) ইলিয়াছ কামরু, সালমা বেগম নুপুর, জেলা সহ-সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য সোহেল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম মহানগর যুবলীগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহব্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন খোকার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহব্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক রাসেল, মীর মো. মহিউদ্দিন, শহিদুল কাউসার, মো. আরিফুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, রওশন উদ্দিন, হাবিবুল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, সাবের আহমদ, প্রবীর দাশ তপু, আবদুল আজিম, খোকন চন্দ্র তাঁতী, আবু বকর চৌধুরী প্রমুখ।
বাকলিয়া শহীদ এন.এম.এম.জে. ডিগ্রি কলেজ :
বাকলিয়া শহীদ এন.এম.এম.জে. ডিগ্রি কলেজে মুজিব শতবর্ষ উদযাপনের কর্মসূচীর অংশ হিসেবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালিত হয়েছে। শুরুতে কলেজের অধ্যক্ষ জনাব আবদুল মালেকের নেতৃত্বে কলেজের অধ্যাপকমÐলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজে বিভিন্ন ধরণের ফলজ, বনজ, ভেষজ ও ফুলজ গাছ ও বৃক্ষের মোট ১০০টি চারা রোপণ কর্মসূচী উদে¦াধন করা হয়।
মমতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৭ই মার্চ মমতা’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননী, সহ-সভাপতি মো. হারুন ইউসুফ, সাধারন সম্পাদক মনসুর মাসুদ, কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার সহ মমতা’র সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ। আয়োজনের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। খতমে কোরআন, দোয়া মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাতের লক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্থ্যতা অব্যহত থাকার কামনায় ও মমতা’র সকল কর্মসূচি/প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার্থে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী।
জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর
গত ১৭ মার্চ সকাল ১০টায় প্রিয়া কদম মোবাররকস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর-এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রমিক লীগের নেতৃবৃন্দরা কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রম মন্ত্রী জননেতা জহুর আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাহতাব উদ্দিন চৌধুরী, সভা সঞ্চালনা করেন মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধে প্রস্তুতির লক্ষ্যে শ্রমজীবী মানুষকে ১৯৬৯ সালের ১২ অক্টোবর শ্রমিক লীগ গঠন করেন এবং শ্রমিক সমাজদেরকে নিয়ে স্বাধীনতা যুদ্ধে এগিয়ে যান। সমাবেশে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিব খান রুমু, বিদ্যুৎ শ্রমিক নেতা আমানত উল্লাহ খান, মহানগর জাতীয় শ্রমিক লীগের প্রখ্যাত শ্রমিক নেতা মো. ওমর মিয়া, সহ সভাপতি মো. রিয়াজ, মো. হাবিব, পরিবহণ সেক্টরের শ্রমিক নেতা উজ্জ্বল বিশ্বাস, ওসমান গণি, নজরুল ইসলাম খোকন, আমিন শিল্প অঞ্চলের আহব্বায়ক আবদুল খালেক, দোকান কর্মচারী ফেডারেশনের আলমগীর, বখতেয়ার, পতেঙ্গা শিল্পাঞ্চলের শাহ আলম, বন্দর শ্রমিক লীগের আহব্বায়ক শাহাজাহান, সিএনএফ শ্রমিক লীগের কার্তিক শীল। বন শিল্প বিভাগের উত্তম বাবু, এতে আরো বক্তব্য রাখেন, বিভিন্ন অঞ্চল ও সংগঠনের কামাল উদ্দিন, আকতার, মনির, খোকন, দীলিপ সরকার, সাহাবউদ্দিন, আকবর প্রমুখ।
হালিশহর থানা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুণর্বাসন সমবায় সমিতি :
হালিশহরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকালে হালিশহর থানা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুণর্বাসন সমবায় সমিতির উদ্যোগে ও হাজী আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত উক্ত সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ডক্টর দেলোয়ার হোসেন আনসারী।
এরপর কেক কেটে জন্মশত বার্ষিকী পালন করা হয়। এসময় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল আনোয়ারের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন অত্র সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুচ্ছাপা দুলাল, মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গাজী, লায়ন ফয়েজুল ইসলাম, বাহারে আলম, কাজী মিলন মিয়া, বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা ওবায়েদ উল্লাহ, আবুল কাশেম তালুকদার, ব্যাংকার আবুল কাশেম, মজিবুল মাওলা, মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, মুক্তিযোদ্ধা মহিবুল মাওলা, মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা খালেদুল বেলাল, মুক্তিযোদ্ধা শাহাজালাল, মুক্তিযোদ্ধা একে এম আকরাম উদ্দিন ও কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয় :
খুলশী থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ফয়’স লেকস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল বাচ্চুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফারহানা হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের মোঃ মোস্তফা মিয়া, শ্রী খোকন চন্দ্র শীল, শিক্ষকদের পক্ষে ফারজানা আক্তার, কানিজ ফাতেমা তানিয়া, উমাশ্রী চক্রবর্ত্তী, সুমী সরকার, নুর নাহার বেগম প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আ’লীগ :
৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা বেবি সুপার মার্কেটস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। গত ১৭ মার্চ সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আ’লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আলী আকবর।ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম জাফরুল্লাহ চৌধুরী’র সভাপতিত্বে ও ওয়ার্ড আ’ লীগের প্রচার সম্পাদক মাবুদ সওদাগর’র সঞ্চালনায় বক্তব্য রখেন, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি সাধন মাস্টার, যুব ও ক্রীড়া সম্পাদক বজল আহমদ,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকি বেগম, জান্নাতুল ফেরদৌস, জামে মসজিদের মাওলানা আমিনুল হক, আলী আজগর, মো. আলি আক্কাস, শের আহমেদ, মো. হারন,ছগির আহমদ, নটরাজ গুপ্ত, মো, স্বপন, উজ্জ্বল,ছান্দু,বাসনা চৌধুরী, দুলাল উদ্দিন,মো. জামিল,মো. বেলাল, মোঃ রিপন,মো. আশরাফুল যুবদার (যুবরাজ) প্রমূখ।
বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উদযাপন :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় কে.সি.দে রোডস্থ মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, রুমেল বড়–য়া রাহুল, নোমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, আমির হামজা, সম্পাদকমন্ডলীর সদস্য আবু তারেক রনি, হাসানুল আলম সবুজ, ওমর ফারুক, ওসমান গণি বাপ্পী, শাহরিয়ার হাসান, উপ সম্পাদক এম এ হালিম সিকদার মিতু, শফিকুল ইসলাম পারভেজ, পিংকি সাহা, শরিফুল ইসলাম আদনান, সহ সম্পাদক নাদিম উদ্দিন, কায়সার মাহমুদ রাজু, শুভ ঘোষ, এম হাসান আলী, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, সালাউদ্দিন বাবু, মাহমুদুর রশিদ বাবু, আরাফাত রুবেল, ফয়সাল অভি, অনিন্দ্য বৈদ্য সানি, মিজানুর রহমান, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, সাধারণ সম্পাদক তৌসিফ মেহরাজ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার প্রমুখ।
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি :
বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শওকত আকবর, জামশেদ আলম, যুগ্ম সম্পাদকজাহাঙ্গীর কবির বাম্পী জানে আলম, জামাল উদ্দিন চৌধুরী,সেলিম উল্লাহ আনছারী,শেখ কামরুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের তারেক, আবুধাবি যুবলীগের সভাপতি জাগির হোসেন জসিম,জোবাইদুল করিম, মোহাম্মদ এরশাদ,শাহেদ আহম্মেদ নুর, খোরশেদুল আলম,এস এম মনির, মোহাম্মদ সাইফ সহ প্রমুখ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড :
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উদ্যোগে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে কোম্পানির সকল স্থাপনায় সূর্যোদয়ের সাথে সাথে সর্বোচ্চ মর্যাদা ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. খায়েজ আহম্মদ মজুমদার এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং পায়রা ও ১০০টি বেলুন উড়িয়ে জন্মশতবার্ষিকী উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ
দীর্ঘ প্রতিক্ষিত ক্ষণ গননা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন উৎসবে শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তাহেরা, সাধারণ সম্পাদক ডা. মু আইয়ুবুর রহমান, ডা. দিলীপ দে, ইঞ্জিঃ এনামুল বাকী, প্রবীন সাংবাদিক এম নাসিরুল হক, সাবেক বাওয়া কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম টুশী, মিসেস শাবানা বানু, ইঞ্জিঃ আবু তাহের, এ্যাড. এস এম সিরাজদ্দৌল্লাহ, ইঞ্জিঃ প্রদীপ কুমার বড়ুয়া, মোঃ রবিউল হোসেন, সৈয়দ মনিরুজ্জামান, মোঃ ফারুক ইসলাম প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে কেক কেটে উপস্থিত সকলের মধ্যে বিতরন করা হয়।
ষোলশহর রেলস্টেশন
গত ১৭ মার্চ মঙ্গলবার দুপুর ১১ ঘটিকায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক পরিবারের উদ্যোগে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা ষোলশহর স্টেশনে (স্টেশন মাস্টার ষোলশহর) মো: জাফর উল্ল্যাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলক বহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুলোক বহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদ শেখ সরোয়ার্দী সরোয়ার, স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দিদার হোসেন, ট্রাফিক কর্মচারী ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিদ হোসেন খোকন, সাধারন সম্পাদক-আব্দুস সালাম, শ্রমিকলীগ ষোলশহর শাখার সভাপতি বিমল চন্দ্র বড়ুয়া, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবুল বশর।
এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সিঃগার্ড গোলাম কবির, স্টেশন মাস্টার মোঃ শফিকুল ইসলাম, মাঈন উদ্দিন মামুন, মোঃ শামছুজ্জামান, ম্যাকডোনাল্ড সিং, তন্ময় চৌধুরী, লোকমান হোসেন, মোতাহার হোসেন, আতিকা বেগম, আসমা আক্তার, পপি রানী বর্মন, সামসুন নাহার, আলি আজবা তাম্মি, ফাতেমা-তুজ-জোহরা।