বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠানে নুজহাত চৌধুরী

88

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে দুই পর্বের বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডাঃ নুজহাত চৌধুরী। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে দুই পর্বের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে মাশরুর মাহতাব সূর্য, মনফুল চন্দ্রবতী, অহনা অনুপমা চৌধুরী, আর্য মেঘদূত, মাহী রহমান ধ্রুব, সাবাব বিন মাহদী স্পন্দন। প্রচারিত হবে ১৮ ও ১৯ মার্চ, বুধবার ও বৃহ¯পতিবার, বিকাল ৫ টায় । শিশুদের জন্য বঙ্গবন্ধুর ছিল গভীর মমতা। ছোটদের ভালবাসতেন, স্নেহ করতেন। শশিুদরে সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। শিশুদের সবকিছুকে সহজে বুঝতে পারতেন। ‘বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়’ অনুষ্ঠানে ডাঃ নুজহাত চৌধুরী অংশগ্রহণকারী শিশুদের নিয়ে ঘুরে বেড়াবেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর । আলোচনা করবেন বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে। ঘুরতে ঘুরতে শোনাবেন বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে শুরু করে ১৫ আগস্টের কালোরাতের ইতিহাস।