বঙ্কিমচন্দ্র সাহিত্যসন্ধ্যা

10

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ঊনিশ শতকের প্রখ্যাত ঊপন্যাসিক সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে সাহিত্য সন্ধ্যা গত ৪ এপ্রিল সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চবি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় আলোচক ছিলেন কবি আশীষ সেন, কবি চয়ন চক্রবর্তী, কবি রাশিদুল ইসলাম, শিক্ষক বিজয় চৌধুরী, কবি সোমা মূৎসুদ্দী, কবি প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, কবি সজল দাশ, রাজনীতিক স্বপন সেন, কানুরাম দে, অশেষ দাশ, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক।
বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন।
তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন।
তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বিজ্ঞপ্তি