বখতেয়ার নুর সিদ্দিকী নতুন প্রজন্মের কাছে অনুস্মরণীয়

12

 

বখতেয়ার নুর সিদ্দিকী নাগরিক স্মৃতি পরিষদ ও চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, স্বৈরচার বিরোধী আন্দোলনের সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তি, ও সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা বখতেয়ার নুর সিদ্দিকীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভা গত ৪ আগষ্ট সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ এমপি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
আলেচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ও প্রাবন্ধিক ডা. দীলিপ দে, রাজনীতিবিদ আবু তাহের মাসুদ, মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য জামসেদুল আলম চৌধুরী, মরহুমের সহধর্মিনী নাজমে আরা বেগম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা এম.এ. মান্নান শিমুল, মরহুমের জৈষ্ঠসন্তান সুমন সাহেদ সিদ্দিকী, শিক্ষক বিজয় শঙ্কর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আসিফ ইকবাল। সভায় প্রধান অতিথি মোসলেম উদ্দীন আহমদ এমপি বলেন, বখতেয়ার নুর সিদ্দিকী একজন আপাদমস্তক পরিশুদ্ধ রাজনীতিবিদ। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। সভার প্রধান আলোচক এম.এ. সালাম বলেন একজন ত্যাগী ও আদর্শ রাজনীতিবিদ হিসেবে বখতেয়ার নুর সিদ্দিকী সকল প্রজন্মের কাছে অনুকরণীয়। শুধু রাজনীতি নয় সাহিত্য, সংস্কৃতির নিবৃত্তচারী সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করে গেছেন। বিশেষ অতিথি মফিজুর রহমান বলেন রাজনীতিকে যারা সেবা ও মননশীল চর্চার মাধ্যমে সৃষ্টিশীল কাজ উপহার দিতে বেশি ভালোবাসতেন মরহুম জননেতা বখতেয়ার নুর সিদ্দিকী অন্যতম। বিশেষ অতিথি চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন রাজনীতি যে ভোগের নয় ত্যাগের পাঠশালা সেই উদাহরণের সবকটি যোগ্যতায় ছিল জননেতা বখতেয়ার নুর সিদ্দিকীর। ঘুণেধরা রাজনীতিতে মরহুম বখতেয়ার নুর সিদ্দিকীর মত নির্লোভ ও সাদামনের মানুষের বড় প্রয়োজন। বক্তারা এই আদর্শ রাজনীতিবিদের নামে বাঁশখালী এবং চট্টগ্রাম শহরে সড়ক নামকরণের দাবি জানান। বিজ্ঞপ্তি