বইমেলাকে উৎসবে রূপ দেওয়ার উদ্যোগ

13

নিজস্ব প্রতিবেদক

নগরীর বিভিন্ন প্রাঙ্গণের বিচ্ছিন্ন বইমেলাকে একসুতোয় গেঁথে কয়েকবছর ধরে সুনামের সাথে আয়োজন করছে আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এবারের বইমেলাও শুরু হচ্ছে ৮ ফেব্রæয়ারি। সুনামের ধারা ধরে রেখে এ বইমেলাকে উৎসবে রূপ দিতে চায় চসিক। তারই লক্ষ্যে এবারের বইমেলায় একদিন বসন্ত উৎসবের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পূর্বদেশকে নিশ্চিত করেছেন চসিক বইমেলা আয়োজন কমিটির আহব্বায়ক ও ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। তিনি বলেন, ‘গতবারে ধর্মীয় বই নিয়ে একটি বিভ্রান্তি ছড়িয়ে ফায়দা লুটার অপচেষ্টা করেছিলো কুচক্রী মহল। এবারের মেলায় ধর্মীয় ও শিশু কর্নার নতুন আকর্ষণ হিসেবে থাকবে।’
বইমেলা নিয়ে সিটি করপোরেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, চসিকের সার্বিক সহযোগিতায় আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩ এর স্টল বরাদ্দের আবেদন ফরম আজ থেকে চসিকের ওয়েবসাইটে বিনামূল্যে পাওয়া যাবে। আবেদন ফরম ২৬ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট অথবা সৃজনশীল প্রকাশক পরিষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং তা পুরণ করে হার্ডকপি আগামী ২৬ জানুয়ারি বেলা ৪টার মধ্যে জমা দিতে হবে। এবার স্টল বরাদ্দ পেতে হলে যে কোনো প্রকাশনী প্রতিষ্ঠানকে ২০২২ সাল পর্যন্ত প্রকাশিত ১৫টি বইয়ের তালিকা এবং প্রকাশিত গ্রন্থের মুদ্রিত ক্যাটালগ জমা দিতে হবে। মেলার স্টলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী কোনো বই রাখা যাবে না। স্টলে নিজ প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বই এবং নিজের পরিবেশনা ছাড়া অন্য কোনো বই ও পাইরেসি বই রাখা যাবে না। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আবেদন ফরম যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রকাশনীকে ‘মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ নামে ‘সিঙ্গেল স্টল’ এর জন্য স্টল ভাড়া বাবদ ৫ হাজার টাকা এবং ডাবল স্টলের ক্ষেত্রে ১০ হাজার টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।