ফ্রান্স বেলজিয়াম ইংল্যান্ড ও পর্তুগালের শুভসূচনা

12

নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে শনিবার ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চোটের কারণে রোনালদোহীন পর্তুগাল। কাল প্রথম ম্যাচ খেলতে নেমে প্রত্যাশিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। কিলিয়ান এমবাপের একমাত্র গোলে সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। পোর্তোতে চোটের কারণে রোনালদোহীন পর্তুগাল কাল পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে। ৪১ মিনিটে দারুণ এক বাঁকানো শটে পর্তুগালকে ১-০ তে এগিয়ে নেন কানসোলো। ৫৮ মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ে শটে ব্যবধান দ্বিগুন করেন দিয়াগো জোতা। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে আচমকা শটে ব্যবধান ৩-০ করেন তরুণ তারকা জোয়াও ফেলিক্স। ৯০ মিনিটে ব্রুনো পেতকোভিচ গোল করে ব্যবধান কমান। তবে যোগ করা সময়ে পর্তুগালের আন্দ্রে সিলভা আরও একটি গোল করলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধনের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
অপর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে দাপট দেখাতে দেননি সুইচরা। তবে ম্যাচের ৪১ মিনিটে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে ওই গোলেই।
দিনের অপর ম্যাচে আইসল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আইসল্যান্ড জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইংল্যান্ড পেনাল্টি থেকে একমাত্র গোলে রক্ষা পায়। গোলটি করেন রাহিম স্টার্লিং। সমতায় ফিরতে পারতো আইসল্যান্ড। তবে তাদের বিরকির বিয়ারনাসন পেনাল্টি মিস করেন। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ডেনমার্ক।