ফ্রান্স-ইংল্যান্ড জিতলেও পর্তুগালের ড্র

20

জাতীয় দল থেকে স্বেচ্ছায় বাইরে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে ২০২০ সালের ইউরো বাছাইয়ের শুরুতেই তিনি ফিরলেন পর্তুগালে। যদিও বিশ্বকাপের পর প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা সুখকর হলো না তার। ঘরের মাঠে ইউক্রেনের সঙ্গে ড্র করেছে পর্তুগাল।
অবশ্য জয় দিয়ে ইউরো বাছাই শুরু করেছে ফ্রান্স ও ইংল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা মলদোভার মাঠ থেকে ফিরেছে ৪-১ গোলের জয় নিয়ে। আর ইংলিশরা রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। এছাড়া তুরস্ক ২-০ গোলে জিতে ফিরেছে আলবেনিয়ার মাঠ থেকে এবং একই ব্যবধানে অ্যান্ডোরাকে হারিয়েছে আইসল্যান্ড।
রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা হলো হতাশার। ঘরের মাঠেও তারা জিততে পারেনি ইউক্রেনের বিপক্ষে। ২০১৮ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর আর জাতীয় দলের হয়ে খেলেননি রোনালদো। ইউরো বাছাইয়ের প্রথম ম্যাচ দিয়েই আবার ফিরেছেন আন্তর্জাতিক ফুটবলে।