ফ্রান্সে মহানবীকে (দ.) ব্যঙ্গ করে বিকৃত কার্টুনের নিন্দা

35

একের পর এক ইসলাম ও মহানবীর (দ.) অবমাননা এবং রাষ্ট্রীয় উদ্যোগে ফ্রান্সের বহুতল ভবনগুলোতে মহানবীকে (দ.) ব্যঙ্গ করে বিকৃত কার্টুন প্রদর্শনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া মহানগর শাখা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম ও মহানবীকে (দ.) নিয়ে ফ্রান্সের ঔদ্ধত্যে বিশ্ব মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। ফ্রান্স সরকার ইসলাম ও মহানবীকে (দ.) খাটো করে চরম মুসলিম বিদ্বেষের জন্ম দিয়েছে। ফ্রান্সের মতো প্রচন্ড সাম্প্রদায়িক উগ্রবাদী মুসলিমবিদ্বেষী দেশ আর জাতিসংঘের স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য থাকতে পারে না। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড. কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আন্জুমানের সাবেক সভাপতি মুহাম্মদ ইকবাল রিসালপুরী। সভাপতির বক্তব্যে অ্যাড. কাজী মহসীন চৌধুরী বলেন, ধৈর্য্যরেও একটি সীমা আছে। মুসলমানদের ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেছে। ফ্রান্স সরকারের ইসলাম ও মুসলিম বিদ্বেষ আর নীরবে সহ্য করা যায় না। বিশ্বের শান্তিকামী দুইশ কোটি মুসলমানকে আজ রাজপথে নেমে আসতে হবে। ফ্রান্সের মতো মুসলিমবিদ্বেষী দেশগুলোকে দেখিয়ে দিতে হবে মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। মানববন্ধনে বক্তব্য রাখেন আন্জুমানের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ কবির চৌধুরী, আন্জুমান মহানগর সভাপতি বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, মইনীয়া যুব ফোরাম মহানগর সভাপতি নোমান উদ্দিন রাজিব, উত্তর জেলা সভাপতি আকবর হোসেন রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি