ফ্রান্সের স্ট্রসবুর্গে ইসরায়েলি পতাকা উড্ডয়নে নিষেধাজ্ঞা ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবুর্গে ইসরায়েলি পতাকা উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি পুলিশ। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ইসরায়েলি একটি ফুটবল দলের সমর্থনে পতাকা উড়ানোতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। পুলিশের জারি করা নিষেধাজ্ঞা অনুসারে, মাকাবি হাইফা ফুটবল দলের সমর্থকদের নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে। সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে বা শহরের কোথাও ইসরায়েলি পতাকা উড়াতে পারবে না। মাত্র ৬০০ সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। ফরাসি পুলিশের নারী মুখপাত্র জানান, ইসরায়েলিদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

32

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবুর্গে ইসরায়েলি পতাকা উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি পুলিশ। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ইসরায়েলি একটি ফুটবল দলের সমর্থনে পতাকা উড়ানোতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। পুলিশের জারি করা নিষেধাজ্ঞা অনুসারে, মাকাবি হাইফা ফুটবল দলের সমর্থকদের নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে। সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে বা শহরের কোথাও ইসরায়েলি পতাকা উড়াতে পারবে না। মাত্র ৬০০ সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে।
ফরাসি পুলিশের নারী মুখপাত্র জানান, ইসরায়েলিদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।