ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ

38

ফ্রান্সের এক বিশ্ববিদ্যালয় ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি একটি দুর্ঘটনা। প্রয়োজনীয় উদ্ধারকাজ শেষে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। লিয়ন শহরের উত্তরাঞ্চলীয় ভিলেরবানে লা দোউয়া ক্যাম্পাসের বিজ্ঞান গ্রন্থাগারে আকষ্মিক এই বিস্ফোরণ ঘটেছে।
ভিডিও ফুটেজে ভবনের আশপাশের আকাশে আগুনের ফুলকি উড়তে দেখা গেছে। ছাদের ওপর দেখা যাচ্ছে বড় ধরনের আগুণের কুন্ড।
ভবনে উদ্ধার অভিযান পরিচালনার পর সেখানকার ফায়ার সার্ভিস এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ভবনের ছাদে অসমাপ্ত নির্মাণকাজ চলছিল। একটি গ্যাস বোতলের বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, নির্মাণকাজ চলার সময় আকষ্মিক দুর্ঘটনার শিকার হয়েছে ওই গ্রন্থাগার। শহর কর্তৃপক্ষের পাশাপাশি তারা নিশ্চিত করেছে, বিজ্ঞানভিত্তিক গ্রন্থাগারে বিস্ফোরণ হলেও কোনও রাসায়নিক থেকে এই বিস্ফোরণ ঘটেনি।