ফ্রান্সের পণ্য বর্জন করুন

41

বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মোস্তফাকে (দ.) নিয়ে অবমাননাকর কল্পিত ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত জেলা শাখার গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে বিশ্বব্যাপী ফ্রান্স বয়কটের ডাক দেয়া হয়েছে।
গতকাল নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে গণজমায়েতে বক্তারা বলেন, রাসুলে করিম (সা.) মুসলমানদের ঈমানের মূল ভিত্তি। বিশ্ব মুসলিমের কাছে প্রিয়নবী (দ.) নিজপ্রাণের চেয়েও বেশি প্রিয়। ফ্রান্সের প্রেসিডেন্ট বাক স্বাধীনতার নামে প্রিয়নবীকে (দ.) নিয়ে কল্পিত ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন দিয়ে মুসলমানদের অন্তরে উত্তেজনার পারদ ঢেলে দিয়েছেন। এ প্রেক্ষিতে ফ্রান্সের সকল পণ্য সামগ্রী সর্বাত্মক বর্জন ও বয়কটের মাধ্যমে সমুচিত জবাব দিতে বক্তারা বিশ্ববাপী মুসলিমদের প্রতি আহবান জানান।
আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত মহানগর সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল-কাদেরির সভাপতিত্বে জমায়েতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান। গণজমায়েতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত বাংলাদেশ’র স্থায়ী কমিটির সদস্য আল্লামা এমএ মান্নান, আল্লামা এমএ মতিন, স উ ম আব্দুস সামাদ, মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, প্রেসিডিয়াম সদস্য মুহাদ্দিস হাফিজ সোলাইমান আনছারী, মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরি, অধ্যক্ষ হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দ মোজাফফর আহমদ মুজাদ্দেদী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী।
মাওলানা মুহাম্মদ দস্তগীর আলম ও আলীশাহ নেসারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ জামেউল আখতার আশরাফী, পীরে ত্বরীকত কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, আল্লাম আনিসুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এড. মোখতার আহমদ সিদ্দিকি, অধ্যক্ষ আবু তালেব বেলাল সৈয়দ, আবদুল মান্নান, কাজী শাকের আহমদ রেজভী, মুহাম্মদ এরশাদ খতিবী, মিডিয়া সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, আ ন ম তৈয়ব আলী, আবদুন নবী আল কাদেরী, ইউনুস তৈয়বী, সৈয়দ আবু আজম, ইসমাইল প্রমুখ।
মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন।
বক্তারা বাংলাদেশ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ, জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশের মাধ্যমে বিশ্ব মুসলমানদের ঈমানী চেতনা সংরক্ষণ এবং ওআইসি, আরব লীগের মাধ্যমে বিশ্বমুসলিম নেতৃত্ব সুসংহত করণে সমন্বয়কের দায়িত্ব নেওয়ার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহŸান জানান। বিজ্ঞপ্তি