ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক বন্ধ থাকবে ৩ দিন

27

নিজস্ব প্রতিবেদক

ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কটি তিন দিন বন্ধ থাকবে। গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগর, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলাগামী গাড়িগুলোকে বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে ফৌজদারহাট ট্রাফিক পুলিশ। ওই অঞ্চলের যানবাহন চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সড়কটি তিন দিন বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়বেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা।
এই বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্সের প্রকল্প পরিচালক রবিউল হক জানান, ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের ফৌজদারহাট অংশে রেললাইনের ওপর থাকা পুরোনো ওভারব্রিজের ওপর বিটুমিনের আস্তর দেওয়া হবে। সে জন্য বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ থাকবে। বিটুমিনের স্থায়িত্ব বাড়ানোর জন্য তিন দিন সড়ক বন্ধ রাখতে হচ্ছে। যাতে রাস্তা দীর্ঘ সময় পর্যন্ত ঠিক থাকে।
এই বিষয়ে ফৌজদারহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আজম মাহমুদ জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ রাখার বিষয়ে তাদের কাছে ইতিমধ্যে নির্দেশনা এসেছে। বন্ধ থাকাকালীন ওই সড়কে যাতায়াতকারীদের মূল শহরের ভেতর দিয়ে যেতে হবে।
তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে চট্টগ্রাম নগরের পূর্বাংশ ও দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় চলাচলকারী গাড়ি যাতায়াত করে এই সড়ক ধরে। এতে চট্টগ্রাম নগরে গাড়ির চাপ কম থাকে। সড়কটি বন্ধ থাকলে চট্টগ্রাম শহরের ভেতরে গাড়ির চাপ বাড়বে বলেও জানান ট্রাফিক ব্যবস্থাপনায় জড়িতরা।