ফেসবুক লাইভে সাহিত্যসন্ধ্যা

44

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ফেইসবুক লাইভের সোমবারের সাহিত্য সন্ধ্যা গত ১৮মে বিকেলে অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে নিবেদিত এ সাহিত্য সন্ধ্যায় অংশগ্রহণ সঙ্গীতশিল্পী অশ্রু বড়ুয়া, পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সুকুমার দে, কাকলী দাশগুপ্ত, হ্যাপি বড়ুয়া, মানিক নন্দী, আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী, বিজয় শংকর চৌধুরী, সুমন চৌধুরী। হারমোনিয়ামে ছিলেন হানিফ চৌধুরী, তবলায় জোবায়ের হোসেন জুয়েল, সুচয়ন দে জয়, কাব্য দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। সভার শুরুতে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানসহ প্রয়াত সকলের প্রতি নিরবতা পালন করা হয়। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ১৯৮১ সালের ১৭মে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দুর্বার আন্দোলন সংগ্রাম করেছিলেন। যার সুযোগ্য নেতৃত্বেই আজ বাংলাদেশ কাঙ্খিত লক্ষে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে নেতৃবৃন্দ বলেন তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সবসময় প্রেরণা আর উৎসাহের পথ দেখায় তার কবিতার মাধ্যমে এদেশের মানুষ তার সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও অসীম সাহসের মাধ্যমে এগিয়ে যাওয়ার মনোবল খুজে পায়। সভায় বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন নাগরিক হিসেবে ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যেতে হবে।