ফেসবুকে গুজব ছড়ানোয় গ্রেপ্তার ১

27

পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে শিরোনামে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. আরমান হোসাইনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। আরমান তৈলারদ্বীপ গ্রামের মৃত হাশেমের ছেলে।
গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে আনোয়ারা থানার তৈলারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, গত ৮ ও ৯ জুলাই নিজের ফেসবুক আইডি ব্যবহার করে সরকারের মেগাপ্রকল্প পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায় আরমান। বিভ্রান্তিকর ও মিথ্যা গুজব, সরকার ও দেশ বিরোধী মন্তব্য পোস্ট ও শেয়ার করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল সেট ও দুটি সিম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।