ফের স্পিনেই কুপোকাত ইংল্যান্ড

8

আহমেদাবাদে তৃতীয় টেস্ট দেড় দিনে শেষ হওয়ায় পিচ নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সেই ম্যাচ ছিল দিনরাতের। গোলাপি বলের সেই টেস্টে স্পিনারদের রাজত্ব আর ইংলিশদের ভরাডুবি দেখে অবাক হয়েছিলেন অনেকেই। কিন্তু একই মাঠে এবার লাল বলের ক্রিকেটেও দেখা মিললো সেই স্পিন রাজত্ব, যেখানে ইংলিশ ব্যাটসম্যানদের কুপোকাত করলেন তৃতীয় টেস্টের সফলতম দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। আর বল হাতে আলো ছড়িয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজও। আর পিচে ছিল না আগের ম্যাচের মতো নাটকীয় টার্ন বা বাউন্স। ফলে ভারতীয় স্পিনের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আদতে আত্মহুতিই দিলেন বলা চলে।
বৃহস্পতিবার মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টস জিতে প্রথম দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২০৫ রানে। জবাবে ২৪ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। স্বাগতিকরা এখনও ১৮১ রানে পিছিয়ে। বল হাতে ভারতের অক্ষর প্যাটেল একাই নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট গেছে অশ্বিনের ঝুলিতে। সিরাজ নিয়েছেন ২টি আর বাকি উইকেট সুন্দরের।