ফের শুরুর মুখে জার্মান লিগে করোনাঘাত

24

সবকিছুই ঠিকঠাক। ১৬ মে, শনিবার থেকে আবার মাঠে গড়াবে করোনায় ১৩ মার্চ থেকে থমকে থাকা ২০১৯-২০ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২। বুন্দেসলিগা দ্বিতীয় স্তরের ক্লাব ডায়নামো ড্রেসডেন মাঠে নামার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। ১৭ মে, রবিবার তাদের খেলা হ্যানোভার-৯৬’র সঙ্গে। হঠাৎই দু:সংবাদ ধেয়ে এলো শিবিরে। করোনা পরীক্ষায় দুই খেলোয়াড়ের সংক্রমণ ধরা পড়েছে শনিবার। সঙ্গে সঙ্গেই পুরো দল এবং কোচিং স্টাফকে চলে যেতে হয়েছে দুই সপ্তাহের আইসোলেশনে। ইউরোপের বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই প্রথম করোনাভাইরাস মহামারি স্তিমিত হওয়ার আগে আবার মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বুন্দেসলিগার দেখাদেখি স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগও অসমাপ্ত মৌসুম আবার শুরু করার উদ্যোগ নিচ্ছে। কিন্তু অনুশীলনের মধ্যেই ডায়নামো ড্রেসডেন দলের এই সংক্রমণ চিন্তার কারণ হয়ে উঠলো। মৌসুম সত্যিই আবার শুরু করা যাবে? ডায়নামো দলটির পক্ষ থেকে যথার্থই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ‘সত্যিটা হলো আমরা আগামী ১৪ দিন না পারবো অনুশীলন করতে, না পারবো ম্যাচ খেলতে।’